ওভালে আজ শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত পঞ্চম ও শেষ টেস্ট। সিরিজের শেষ টেস্ট নিয়ে উত্তেজনার শেষ নেই। পাঁচ ম্যাচের এই সিরিজে চতুর্থ ম্যাচ শেষে স্বাগতিক ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।
উভয় দলের জন্য আজ শুরু হওয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ। পিছিয়ে থাকা ভারতের সামনে হার এড়ানোর সুযোগ। সিরিজ হার এড়াতে এ ম্যাচে ভারতের সামনে জয়ের বিকল্প নেই। অন্যদিকে সিরিজ জয় নিয়ে মাঠ ছাড়তে হলেও ইংল্যান্ডের সামনে দুটো পথ। একটা জয়, অন্যটা ড্র।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে ভারত পাচ্ছে না পেসার জসপ্রীত বুমরাহ। ইনজুরি সমস্যা নেই, তবে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুমরাহকে অবশ্য হঠাৎ বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিরিজ শুরুর আগে তাকে বিশ্রাম দিয়ে খেলানোর সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। সে কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে তাকে বাইরে রাখা হয়েছিল। টানা দুই ম্যাচ খেলার পর তৃতীয় ম্যাচেও তাকে বাইরে রাখা হচ্ছে। তার অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজ পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন।
এদিকে ম্যাচের আগে মাঠের বাইরের এক ঘটনা নিয়ে উভয় দলের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের কিউরেটরের সঙ্গে ঝামেলা হয়েছে। তা নিয়ে উভয় দল তেতে রয়েছে। যার ধারাবাহিকতায় জমে উঠতে পারে এই ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















