আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া তৃতীয় ম্যাচ শেষে এই বিদায়ের ঘোষণা দেন তিনি। এখন থেকেই তার এ ঘোষণা কার্যকর হবে। অর্থাৎ সিরিজের বাকি দুই টেস্টে তাকে আর দেখা যাবে না। এখন তিনি দল ছেড়ে দেশে ফিরে আসবেন।
ব্রিসবেন টেস্ট শেষে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সম্পর্কে অশ্বিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরণের ফরম্যাটে আজ আমার শেষ দিন। ক্রিকেটার হিসেবে এই দিনটা আমার জন্য মোটেও স্বস্তিকর নয়, তবে আমি ক্লাব ক্রিকেট আমার খেলা অব্যাহত রাখবো। জাতীয় দলের হয়ে খেলার সময় আমার অনেক স্মৃতি রয়েছে। রোহিত শর্মাসহ আমার কয়েকজন সতীর্থের সঙ্গে আমি আমার অবসর নিয়ে আলোচনা করেছি।’
অশ্বিন তার সতীর্থ এবং ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বোর্ড ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে অন্যায়। বেশ কয়েকজনের নামও বলতে হবে। বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, পুজারা- তারা আমাকে উইকেট পেতে অনেক কষ্ট করেছে। বছরের পর বছর তারা আমার বোলিংয়ে ক্যাচ নিয়ে আমার উইকেট সংখ্যা বাড়াতে সহায়তা করেছে।’
চলমান সিরিজে একটি ম্যাচ খেলেছেন অশ্বিন। টেস্টে অশ্বিন ১০৬ ম্যাচ খেলে ৫৩৭ উইকেট শিকার করেছেন। ৩৭ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন তিনি। আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন আটবার।
২০১০ সালে শুরু হয়েছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ১১৬টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ভারতীয়দের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অশ্বিনের। ১৩ বছরের ক্যারিয়ারে ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট নিজের ঝুলিতে পুড়েছেন ডানহাতি এই স্পিনার। অশ্বিনের আগে ভারতীয়দের মধ্যে ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট নিয়ে আছেন শুধু সাবেক স্পিনার অনিল কুম্বলে।