আফগানদের টেস্ট দল ঘোষণা

আফগানিস্তান-নিউজিল্যান্ড

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। ঘোষিত ১৬ সদস্যের দলে অভিষেকের অপেক্ষায় থাকা ৩ ক্রিকেটার। তারা হলেন রিয়াজ হাসান, শামস উর রাহমান ও খালিল আহমেদ। চোটের কারণে দলে নেই নাভিদ জাদরান।

আগামী সোমবার ভারতের গ্রেটার নয়ডায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট লড়াই। এর আগে কিউইদের বিপক্ষে কোন টেস্ট খেলেনি আফগানরা। ২০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গুলবাদিন নাইব, ফারিদ আহমেদ ও ইয়ামা আরাব। চোট থেকে সেরে উঠতে না পারায় এই টেস্টে খেলবেন না রাশিদ খান, তা আগেই নিশ্চিত ছিল।

আফগানিস্তান টেস্ট দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমাত শাহ, আব্দুল মালিক, রিয়াজ হাসান, আফসার জাজাই, ইকরাম আলিখিল, বাহির শাহ, শহিদউল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমারজাই, শামস উর রাহমান, জিয়া-উর-রহমান, জহির খান, কাইস আহমেদ, খালিল আহমেদ, নিজাত মাসুদ।

Exit mobile version