আফগানদের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের প্রস্তুতি ওয়েস্ট ইন্ডিজের

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেভাবে রান উঠছে না। এনিয়ে নানা-আলোচনার পর আসরের অন্যতম দুই দলের লড়াইয়ে বড় রানের ব্যবধানে জয় পেলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে আসরের ৪০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরানের বিধ্বংসী ৯৮ রানের সুবাদে ৫ উইকেটে ২১৮ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে, ১৬ ওভার দুই বলে ১১৪ রানে অলআউট হয় আফগানিস্তান।

এই ম্যাচে ক্রিস গেইলের একটি রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১২৬টি ছক্কার রেকর্ড ছিলো স্বঘোষিত ইউনিভার্স বসের। আফগানিস্তানের বিপক্ষে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়া পুরানের ক্যারিয়ারে যোগ হলো ১২৮টি ছক্কা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ সংগ্রহ ছিলো ২৯৮ রান। এবার সেটি ছাড়িয়ে নতুন রেকর্ড হলো ৩৩২ রানের।

দলীয় ২২ রানে প্রথম ‍উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডাউনে খেলতে নেমে আফগান বোলারদের ওপর ঝড় বইয়ে দেন পুরান। ২০তম ওভারের চতুর্থ বলে দলীয় ২১৫ রানের সময় দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন ব্যক্তিগত ৯৮ রানে। এর আগে, জনসন চার্লস ৪৩, শাই হোপ ২৫, অধিনায়ক রভম্যান পাওয়েল ২৬ রান করে আউট হন।

জবাবে খেলতে নেমে গুরবাজ তিন বলে কোন রান না করেই আউট হন। অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেন নি। ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে আজমতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটে। সব মিলিয়ে ১৬ ওভার দুই বলে অলআউট হওয়ার আগে ১১৬ রানের সংগ্রহ পায় আফগানরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওবেড ম্যাককয় তিন ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট ‍তুলে নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন আকিল হোসেন গুদাকেশ মতি।

Exit mobile version