আফগানদের ২৫৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ২৫৩ রান টার্গেট দিয়েছে বাংলাদেশ। শনিবার শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেনের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ।
এদিন দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। বাংলাদেশের একাদশে অভিষেক হয় জাকের আলীর।

এছাড়া রিশাদের পরিবর্তে একাদশে ফিরেন স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার ওপেনিংয়ে ২৮ রানের জুটি গড়েন। তামিম ২২ রান করে বিদায় নিলে সৌম্য ৩৫ রানের ইনিংস খেলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। এরপর মিরাজকে সাথে নিয়ে দারুণ ব্যাটিং উপহার দেন অধিনায়ক শান্ত।

মিরাজ ২২ রান করে ফিরলেও শান্ত ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে দারুণ ব্যাটিং উপহার দিয়ে ৭৬ রান করে বিদায় নেন তিনি। এরপর হৃদয় ১১ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩ করে বিদায় নেন। ফলে ৩৮.১ ওভারে তখন বাংলাদেশের দলীয় রান ৫ উইকেটে ১৮৩।

এরপর ব্যাটিংয়ে নেমে অভিষেকেই ঝড় তোলেন জাকের আলী। তাকে সঙ্গ দেন নাসুম আহমেদ। তবে নাসুম ২৫ রান করে বিদায় নিলেও জাকের ২৭ বলে তিন ছয় ও এক বাউন্ডারিতে ৩৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া তাসকিন অপরাজিত ২ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৭

Exit mobile version