সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৮২ রানের টার্গেট দিয়েছে ভারত। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ পায় রোহিত শর্মার দল।
দলের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ২৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন হার্ডিক পান্ডিয়া। এছাড়া ভিরাট কোহলি ২৪, রিশভ পন্থ ২০ ও অক্সার প্যাটেল ১২ রান করেন।
আফগানিস্তানের পক্ষে ফজল হক ফারুকী ৩৩ ও রশিদ খান ২৬ রানে তিনটি করে উইকেট পেয়েছেন।