টি-টোয়েন্টিতে আফগানিস্তানই এতোদিন ছিলো বড় দলগুলোর জন্য আতঙ্ক। সেই দলটাই কিনা এবার হারলো সংযুক্ত আরব আমিরাতের কাছে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ফারুকী-নবীদের ১১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো মরুর দেশটি।
টসজয়ী স্বাগতিকরা উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করে। দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও আরিয়ান লাকরা আফগান বোলারদের হতাশ করেন। নবম তৃতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক ওয়াসিম ৫৩ রান করে আউট হন। এর পরই শুরু হয় স্বাগতিক ব্যাটারদের আসা-যাওয়ার পালা।
কিন্তু একপ্রান্ত আগলে রাখেন আরিয়ান লাকরা। ইনিংস সর্বোচ্চ ৬৩ রানে করে অপরাজিত থাকেন বাঁ হাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৬ রানের পুঁজি পায় স্বাগতিক দল। আফগানদের পক্ষে দু’টি করে উইকেট পান আজমত উল্লাহ ওমরজাই ও কায়েস আহমেদ।
জবাবে খেলতে নেমে, ৪৭ রানের জুটি পায় আফগানিস্তান। কিন্তু এরপরই খেই হারায় ইব্রাহিম জারদানের দল। মিডল অর্ডারে মোহাম্মদ নবী আপ্রাণ চেষ্টা করেও সফল হননি। বিশতম ওভারের ৫ম বলে ব্যক্তিগত ৪৭ রানে আউট হন মোহাম্মদ নবী। আর আফগানিস্তানও গুটিয়ে যায় ১৫৫ রানে।
চারটি উইকেট তুলে নিয়ে দলের জয় সহজ করেন বা হাতি মিডিয়াম পেসার মোহাম্মদ জাওয়াদুল্লাহ ও ম্যাচের সেরা খেলোয়াড় ডানহাতি মিডিয়াম পেসার আলি নাসের।
একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামীকাল (২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে।