সীমান্ত উত্তেজনার জেরে আবারও তিক্ত হলো পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার প্রাণ হারানোর পর ক্ষোভে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া বার্তায় তিনি আফগানিস্তানের অবস্থানকে “কৃতঘ্নতা” বলে উল্লেখ করে দুই দেশের পুরোনো সম্পর্ক ও পাকিস্তানের সহায়তার কথা স্মরণ করিয়ে দেন।
আফ্রিদি লিখেছেন, “পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের দুঃখ-কষ্টকে নিজের বলে মনে করেছে। সীমান্ত খুলে দিয়েছে, ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। আমিও ব্যক্তিগতভাবে ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তবু আফগানিস্তান সাম্প্রতিক সময়ে এই উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। তাই আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আফগানিস্তানের মনে রাখা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ। তাই এমন কোনো দেশের প্রভাবে যেন না পড়ে, যে দেশ পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে।”
আগামী ১৭ নভেম্বর পাকিস্তানে শুরু হওয়ার কথা ত্রিদেশীয় এই সিরিজের, যেখানে অংশ নেওয়ার কথা ছিল স্বাগতিক পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার। তবে আফগানিস্তানের সরে দাঁড়ানোর পরও সিরিজ আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পিসিবি ইতিমধ্যে বিকল্প দল খুঁজে পেতে অন্য বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। পিসিবির এক কর্মকর্তা বলেন, “আফগানিস্তান না খেললেও সিরিজ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। বিকল্প দল ঠিক হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।”
