দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এ সিরিজে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছেন, শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাওয়া এই সিরিজে হয়তো সাকিবকে পাওয়া যাবে না।
সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গে কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি বিসিবির ওপর দায়িত্ব তুলে দিয়ে সাকিব ক্রিকবাজকে বলেন, “আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।” এছাড়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে বিসিবির সঙ্গে সাকিবের আলোচনা ও বোর্ড সভাপতির সাম্প্রতিক মন্তব্যে তার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।
ওয়ানডে ক্যারিয়ারও খুব বেশি দীর্ঘ করতে চান না সাকিব। তিনি ইতিমধ্যে জানিয়েছেন, ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ইচ্ছা আছে তার। এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট দলে সাকিবের দীর্ঘমেয়াদী অনুপস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬, ৯, ও ১১ নভেম্বর শারজায়। টানা খেলার মধ্যে থাকা বাংলাদেশ দলকে সাকিবের অভাব পূরণ করতে হবে নতুন কৌশল ও বিকল্প খেলোয়াড়দের দিয়ে।