বহু কাঙ্খিত এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে আজ। সংযুক্ত আরব আমিরাত এবারের টুর্নামেন্টের আয়োজক। মোট আটটি দল এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ উদ্বোধনী দিনে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
অংশগ্রহণকারী আট দলকে দুইভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ২৮ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। পরদিন শুরু হবে সুপার ফোরের লড়াই। গ্রুপ পর্বে প্রতি দলই তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে ২০ সেপ্টেম্বর শুরু হবে সুপার ফোরের ম্যাচ। টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ রাত আটটায় শুরু হবে। ব্যতিক্রম ১৫ সেপ্টেম্বরের ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটি। এটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। তারপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টে সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই হবে ১৪ সেপ্টেম্বর।
আজকের ম্যাচটা একপেশে হওয়ার সম্ভাবনাই বেশি। ২১ বছরে হংকং এশিয়া কাপে ১১টি ম্যাচ খেলেছে। কিন্তু একবারো জয়ের দেখা পায়নি। অন্যদিকে আবুধাবীতে আফগানিস্তানের রেকর্ডটা যথেষ্ঠ ঈর্ষনীয়। এ মাঠে তারা ১১ ম্যাচে জয় পেয়েছে, হেরেছে পাঁচটিতে। তারপরও হংকং একটু হলেও আশাবাদী হতে পারে। এই ভেনু্যতে ২০১৫ সালে হংকং জয় পেয়েছিল। আর সে ম্যাচে প্রতিপক্ষ ছিল আজকের এই আফগানিস্তান। তাছাড়া টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে হংকং খুব একটা পিছিয়ে নয়। তিন ম্যাচে জয় আফগানিস্তানের, দুই ম্যাচে জিতেছে হংকং।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















