বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর ঘিরে ক্রিকেটপাড়ায় উত্তাপ বাড়ছে। দলগুলো যখন স্কোয়াড সাজানো নিয়ে ব্যস্ত, ঠিক তখনই নতুন মালিকানা নিয়ে মাঠে নামতে যাওয়া চট্টগ্রাম রয়্যালস দেখাল প্রথম চমক। বিদেশি কোটায় সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে।
আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের নতুন মৌসুমের। সেই আসরেই রয়্যালসের জার্সিতে দেখা যাবে আবরারকে। এর আগে ২০২৩ বিপিএলে কুমিল্লার হয়ে খেলেছিলেন তিনি, যদিও সেবার সেরা পারফরম্যান্সটা বের করতে পারেননি।
পিএসএল ও বিপিএল ছাড়া বিদেশি লিগ হিসেবে শুধু মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তার। পাকিস্তান জাতীয় দলের হয়ে ১০ টেস্ট, ১৪ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টিতে মাঠে নেমে ৩৩টি টি-টোয়েন্টি উইকেট শিকার করেছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ৯০।
অন্যদিকে, এবারের বিপিএল শেষ পর্যন্ত ছয় দল নিয়েই অনুষ্ঠিত হচ্ছে। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে যুক্ত হয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস।
নতুন দল, নতুন স্কোয়াড আর নতুন প্রত্যাশা সব মিলিয়ে এবারের বিপিএলের শুরুতেই চট্টগ্রাম রয়্যালস যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তা নিশ্চিত।
