শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দুলীপ সামারাবিরা অস্ট্রেলিয়ায় আবারও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। গত সেপ্টেম্বরে ২০ বছরের নিষেধাজ্ঞার পর এবার তাঁর ওপর আরও ১০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই দুটি নিষেধাজ্ঞা সমান্তরালে কার্যকর হবে, অর্থাৎ ২০৪৪ সাল পর্যন্ত ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন তিনি।
৫২ বছর বয়সী সামারাবিরা ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরার বড় ভাই। সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য নারী ক্রিকেট দলের কোচিং স্টাফ এবং মেলবোর্ন স্টার্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।
সেপ্টেম্বর মাসে একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসংগত আচরণের দায়ে সামারাবিরাকে প্রথমবার ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর তদন্তে প্রমাণিত হয় যে, ভিক্টোরিয়ার কোচিং স্টাফে কাজ করার সময়ও তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন। এই নতুন ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে আরও ১০ বছরের নিষেধাজ্ঞা দেয়।
অভিযোগের বিষয়ে সামারাবিরা সবসময় অস্বীকার করেছেন। তবে তদন্ত প্রক্রিয়ায় অংশ নেননি। সিএর বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সামারাবিরা অস্ট্রেলিয়ার জাতীয় দল, রাজ্য দল বা বিগ ব্যাশের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করতে পারবেন না।
ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স সামারাবিরার আচরণকে ‘গভীরভাবে নিন্দনীয়’ এবং সংগঠনের মূল্যবোধের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেছেন। ২০৪৪ সালে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সময় সামারাবিরার বয়স হবে ৭২ বছর।