ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বোলিংয়ে মাঝে মাঝে অবদান রাখলেও ব্যাট হাতে পূর্ণ করেছেন ব্যর্থতার ষোলোকলা। আর গতকালতো তিনি বলই হাতে নেননি।
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যাট-বলে আরো একটি বিবর্ণ দিন কাটালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব। হেরেছে তার দল বাংলা টাইগার্স মিসিসাগাও।
তিন ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেলো বাংলা টাইগার্সরা। ব্রামটন উলভসের কাছে তারা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। তবে শুধু সাকিব নয়, বাংলা টাইগার্সের পুরো দলই ছিলো ছন্নছাড়া।
আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় সাকিবের দল। যেখানে সাকিব করেছেন ৬ বলে ৪ রান। জবাবে ব্রামটন উলভস ১১.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ২ উইকেট হারিয়ে।
অন্যদিকে বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলামও বল হাতে ছিলেন একেবারে ফ্লপ। ৩ ওভার বল করে বিলিয়েছেন ২৫ রান। অবশ্য ব্যাট হাতে ৪ বলে ১২ রান করেছেন তিনি।