চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক ব্যাটিং প্রদর্শন করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯ ওভার ব্যাট করেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান, যেখানে প্রতিপক্ষের চেয়ে এখনো ৫৩৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
প্রোটিয়ারা টেস্টের প্রথম পাঁচ সেশনে হেসে-খেলে ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের সামান্যতম সুযোগও দেয়নি। ওয়ানডে স্টাইলে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশি বোলাররা কার্যত নিষ্ক্রিয় ছিল। কিন্তু নিজেদের ইনিংসে শুরু থেকেই সংগ্রাম করতে দেখা যায় বাংলাদেশি ব্যাটারদের।
নতুন বলে ওপেনার সাদমান ইসলাম প্রথম ওভারেই সাজঘরে ফেরেন। লেগ স্টাম্পের বাইরে থাকা বলে ফ্লিক করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন তিনি। পরে আম্পায়ারের সিদ্ধান্তে ডিআরএস নিলে আল্ট্রাএজে সাদমানের ব্যাটের কানা স্পর্শ করার প্রমাণ মেলে। তার পরপরই তৃতীয় ব্যাটার হিসেবে জাকির হাসান ক্রিজে এসে ভোগান্তির শিকার হন। ৮ বল খেলে মাত্র ২ রান তুলেই অফ স্টাম্পের বাইরে বল পাঞ্চ করতে গিয়ে উইকেট হারান তিনি।
মিরপুর টেস্টে ভালো পারফর্ম করা মাহমুদুল হাসান জয়ও এদিন ব্যর্থ হন। অফ স্টাম্পের বাইরে বল ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২১ বলে ১০ রানে বিদায় নেন জয়। এরপর নাইটওয়াচম্যান হিসেবে আসা পেসার হাসান মাহমুদ স্পিনার কেশব মহারাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। দিন শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ক্রিজে থাকলেও, বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৮।