সময়টা বড্ড খারাপ যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের। নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ম্যাচে নাস্তানাবুদ হওয়ার পর ওয়ানডে সিরিজেও একই পথে হাঁটছে। একের পর এক হারের ফলে সমালোচনার তীর ছুটে আসছে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে হারের পাশাপাশি জরিমানাও গুনতে হচ্ছে। ধীর গতির বোলিংয়ের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এর ফলে টানা দ্বিতীয় ম্যাচে জরিমানা গুনতে হলো পাকিস্তানকে।
প্রথম ম্যাচে পাকিস্তান নির্ধারিত সময়ে নির্ধারিত ওভার থেকে দুই ওভার কম করেছিল। সে ম্যাচে তারা ৭৩ রানে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৮৪ রানে হারে। এই হারের মাঝ দিয়ে পাকিস্তান টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজে হেরে গেছে পাকিস্তান। এখন হোয়াইট ওয়াশের শঙ্কা তাদের সামনে।
মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে জরিমানা গুনলো। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষে জরিমানা গুনেছিল। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে তৃতীয়বারের মতো জরিমানা গুনলো পাকিস্তান।