আবার নাসির আলোচনায়

দুর্নীতির অভিযোগ উঠেছে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগের এক ঘটনাকে কেন্দ্র করে নাসিরসহ আটজনকে অভিযোগ করেছে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট আকসু।

২০২১ সালে পুনে ডেভিলসের হয়ে খেলেন নাসির। সেবার দলটির অধিনায়কও ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে আনা অন্যতম অভিযোগটি হলো ৭৫০ মার্কিন ডলারের উপহার পেয়েও সেটির বিষয়ে আকসুকে কিছুই জানাননি তিনি।

অভিযুক্ত আটজনই সবাই পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট। নাসিরের পাশাপাশি অভিযুক্ত হয়েছেন দলটির যৌথ মালিক কৃষান কুমার চৌধুরী এবং পারাগ সাংভি। এছাড়াও অভিযুক্ত হওয়ার দলে আছেন ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান, ব্যাটিং কোচ আসার জাইদি, সহকারী কোচ সানি ঢিলন, টিম ম্যানেজার শাদাব আহমেদ।

ক্রিকইনফো বলছে, যারা অভিযুক্তদের প্রভাবিত করতে চেয়েছিলেন তারা আকসুর তালিকায় থাকা শীর্ষ অপরাধী। তারা ডেভিলস ক্যাম্পে ম্যাচের ফলাফল পরিবর্তনে প্রভাব রাখার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত যদিও তাদের সব অপচেষ্টা আকসুর কারণে ভেস্তে গেছে। অভিযুক্ত সবাইকে ১৪ দিনের মধ্যে এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে বলা হয়েছে।

Exit mobile version