ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে হারের মুখে বাংলাদেশ। নর্থ সাউন্ডে গত ২২ নভেম্বর শুরু হওয়া ম্যাচে হার থেকে বাংলাদেশ মাত্র ৩ উইকেট দূরে দাঁড়িয়ে। গতকাল চতুর্থ দিনে ৩৩৪ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে পথ হারিয়েছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে করেছে ১০৯ রান। জয় পেতে শেষ দিনে বাংলাদেশকে আরও ২২৫ রান করতে হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অল আউট হয়েছিল।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের চিত্রনাট্যের শুরুটা প্রথম ইনিংসের মতোই। বরং একটু বেশি খারাপ। প্রথম ইনিংসে ২১ রানে হারিয়েছিল দুই উইকেট। এবার ২০ রানে ৩ উইকেট। ফলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ম্যাচের ফল অনেকটা পরিস্কার হয়ে যায়। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ছাড়া কোনো ব্যাটারই এ ইনিংসে দাঁড়াতে পারেননি।
মিরাজ ৪৫ রান করেছেন। তবে মোটেও টেস্ট ব্যাটিং নয়, বরং ওয়ানডে মেজাজকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ৪৫ রান করতে খেলেছেন মাত্র ৪৬ বল। মেহেদি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ উইকেটে আসা যাওয়ার মিছিলটা একুট বিরতি পেয়েছিল।
আজ পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে রক্ষায় ব্যাট হাতে নামবেন জাকের আলী ও হাসান মাহমুদ। প্রথম ইনিংসে জাকের আলী দারুণ ব্যাটিং করেছেন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ফলো অন থেকে রেহাই পেয়েছিল। জাকের আলী ১৫ রানে অপরাজিত। হাসান আলী এখনো রানের দেখা পাননি।
এর আগে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ উইকেট শিকারের উৎসব করেছেন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ম্যাচের তার শিকার সংখ্যা ৯ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪৫০/৯।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৫২ (আথানজে ৪২; তাসকিন ৬/৬৪, মিরাজ ২/৩১)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬৯/৯।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১০৯/৭ (মিরাজ ৪৫, লিটন দাস ২২; রোচ ৩/২০ ও সিলস ৩/৩১)।