অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে হারাল মোহামেডান। দীর্ঘ ৯ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে আবাহনীকে হারিয়ে শিরোপার স্বপ্ন দেখছে মোহামেডান।
শনিবার মিরপুরে প্রথমে ব্যাটিং করে মোহামেডান ২৬৪ রান সংগ্রহ করে। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ২২৫ রানে অলআউট হয় আবাহনী। তাতে ৩৯ রানের জয় পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। এরপর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ২৮ এবং মুমিনুলের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন তিনি। এরপর মোসাদ্দেক হোসেন ও শান্ত মিলে ৪৪ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন।
তবে মোসাদ্দেকের (২৪) আউটের পর শান্তও (৮০) ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় আবাহনী। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২২৫ রান তুলে অলআউট হয় তারা। শান্ত ১১৩ বলে ৭ চারে ৮০ রানের ইনিংস খেলে আউট হন। এর বাইরে মুমিনুল ২৫, মিঠুন ১৯ ও মৃত্যুঞ্জয় ২৪ রানের ইনিংস খেলেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেটে আনিসুল ইসলাম ইমন ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে ১২৩ রানের জুটি গড়েন। মাহিদুল ৫৫ বলে ৪৮ রান করে আউট হলে ভাঙে জুটি। এই জুটির পর মোহামেডানের আর কেউই দাঁড়াতে পারেনি। মাহমুদউল্লাহ (১৭), মুশফিকুর রহিম (২০) ও মেহেদী হাসান মিরাজ (১৮) ভালো শুরুর পরও ইনিংসটাকে বড় করতে পারেনি।
যা করেছেন আনিসুল একাই। চলতি লিগে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১১৮ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে আউট হন ২৭ বছর বয়সী এই ব্যাটার। এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। আনিসুলের দারুণ সেঞ্চুরিতে মোহামেডান ৪৮.২ ওভারে ২৬৪ রানে থামে।
আবাহনীর বোলারদের মধ্যে নাহিদ রানা ৪৯ রানে নেন তিনটি উইকেট। এছাড়া মৃত্যুঞ্জয় চেীধুরী, রাকিবুল হাসান ও মাহফিজুর রহমান রাব্বি নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন।