ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিজেদের দেশে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য স্পিন নির্ভর দলের ওপর সাজিয়েছে পাকিস্তান। স্পিন শক্তি বাড়াতে উপেক্ষা করা হয়েছে মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহকে। এই দুই পেসারের সঙ্গে বাইরে রাখা হয়েছে আমের জামাল ও মীর হামজাকে। দলে ডাকা হয়েছে মোহাম্মদ আলী ও কাশিফ আলীকে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করা সাজিদ খানকে আবার ডাকা হয়েছে। নোমান আলীর সঙ্গে তিনি জুটি বাঁধবেন। তাছাড়া ডাকা পেয়েছেন আবরার আহমেদ।
মোহাম্মদ আব্বাস দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ বোলিং করেছিলেন। তিন বছর পর টেস্টে ফিরে আগুন ঝড়িয়েছিলেন। দুই টেস্টের সিরিজে ১০ উইকেট নিয়ে যুগ্মভাবে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু ঘরের মাঠের খেলায় তাকে বাইরে রাখা হয়েছে।
শাহীন শাহ আফ্রিদি এবারও দলে সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দলে ছিলেন না এই পেসার।
দল: শন মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবরার আহমেদ, বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান ও সালমান আগা।