মোহাম্মদ আশরাফুলের নাম আবার উঠে এসেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে, তবে এবার খেলোয়াড় নয়, কোচ হিসেবে। বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে ঘিরে সমালোচনা ও আলোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে সাবেক পেসার রুবেল হোসেনের মন্তব্য সবচেয়ে বেশি নজর কাড়ে।
রুবেল হোসেন তার ফেসবুকে লিখেছিলেন, “দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড।” কিছু সময় পর তিনি আরও একটি পোস্ট করেন, “যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেখানে আবার শিক্ষা দিতে আসা। জীবন আসলেই অদ্ভুত, সময় সত্যিই অবাক করা। যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ সেই মানুষ আবার উদাহরণ তৈরি করছে।” যদিও রুবেল কোনো নাম উল্লেখ করেননি, তবে ক্রিকেট ভক্তরা বিষয়টি আশরাফুলের সঙ্গে যুক্ত করেছেন।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাংলাদেশের এই সাবেক তারকা ব্যাটসম্যান নতুন দায়িত্বে শুরু করবেন। এবার জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব তার কাঁধে।
এ বিষয়ে আশরাফুল জানান, “আমি নিশ্চিত নই তিনি কার কথা বলেছিলেন। প্রত্যেকেরই নিজের মতামত থাকবে। আমি সেই বিষয় নিয়ে বেশি কিছু বলার অবস্থায় নেই।” নিজের অতীত নিয়ে তিনি বলেন, “আমার জীবনের যা ঘটেছে, তা আমি কখনো লুকাইনি। সেই অধ্যায় শেষ হয়ে গেছে, এখন আমি নতুন দায়িত্বে মনোনিবেশ করছি।”
২০১৩ সালে স্পট-ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর আশরাফুল নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ক্রিকেটে ফিরে তিনি কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। আমিরাতে আইসিসি স্বীকৃত লেভেল-৩ কোচিং কোর্স শেষ করেছেন এবং বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে প্রধানত ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন। এছাড়া এনসিএল টি-২০ টুর্নামেন্টে বরিশালের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।
জাতীয় দলের ড্রেসিংরুমে তার আগমন নিয়ে সমালোচনার প্রশ্নে আশরাফুল মন্তব্য করেন, “এ বিষয়ে আমার বেশি কিছু বলার নেই। যা হওয়ার, হয়েছে। তবে এটাও ঠিক, আমি প্রথম ক্রিকেটার, যিনি নিজের উদ্যোগে ফিক্সিং বিষয়টি স্বীকার করেছি। এটা কম মানুষই করেছে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















