আমি উপভোগ করেছি খেলাটা-তাসকিন

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পেসার তাসকিন আহমেদ। প্রথম দিন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ৩ উইকেট পাওয়া এই পেসার। এ সময় ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে নিজের উপভোগের কথাই বলেছেন এই পেসার।

তাসকিন বলেন,‘দেড় বছর পর লাল বলের ক্রিকেটে ফিরতে পারার ব্যাপারটা দারুণ। আমি উপভোগ করেছি খেলাটা, সেই সাথে কিছুটা সংগ্রামও করতে হয়েছে। পরের ইনিংস থেকে আশা করছি আমি ঠিকঠাক থাকতে পারব।’

এছাড়া আব্দুল্লাহ শফিককে আউট করা নিয়ে তিনি বলেন,‘এটা আসলে অনেক অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি ৫টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়ত আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছি।’

Exit mobile version