বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে এক প্রান্তে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন রড টাকার। এ ম্যাচে দায়িত্ব পালনের মধ্য দিয়ে টাকার এক মাইলফলকে পা রাখবেন। এটি হবে তার একশতম ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং।
রড টাকারের সঙ্গে অন্য প্রান্তে দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। চার বছর আগে বিশ্বকাপের এক সেমিফাইনালেও ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সে ম্যাচেও ইলিংওয়ার্থ দায়িত্বে ছিলেন। রড টাকারও ছিলেন সে ম্যাচে, তবে ফিল্ড আম্পায়ার নয়। তিনি থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
টাকার ২০০৯ সালে জানুয়ারি তার ক্যারিয়ারে প্রথম আম্পায়ারিং করেন। প্রথম সেমিফাইনালে টাকারের সঙ্গে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ। এ ম্যাচ থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন অড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রফট।
দ্বিতীয় সেমিফাইনালে ফিল্ড আম্পায়ার থাকেবন রিচার্ড কেটেলবোরো ও নিতিন মেনন। থার্ড আম্পায়ার ক্রিস গাফেনি, চতুর্থ আম্পায়ার মাইকেল গফ। এছাড়া ম্যাচ রেফারি থাকবেন জাভাগাল শ্রীনাথ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















