আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের কীর্তি

টি-টোয়েন্টি

টি-টোয়েন্টি আরও এক কীর্তি নিজেদের করে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ২৫৬ রানের পাহাড় গড়েছে তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েন্ট ইন্ডিজের এটা দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে তাদের সর্বোচ্চ রানের কীর্তি ছিল ২৫৮ রানের। ২০২৩ সালের ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রান করেছিল তারা।

গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে এই রান করে ৬২ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ড ৭ উইকেটে করে ১৯৪ রান। এর ফলে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের কীর্তি জিম্বাবুয়ের। তারা গত বছরের অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩৪৪ রান করেছিল। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে নেপাল। ২০২৩ সালে তারা মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রানের রেকর্ড গড়ে।

তালিকায় তৃতীয় স্থানে ভারত। তাদের দলীয় রান ৩১৪। ২০২৪ সালে হায়দরবাদে বাংলাদেশের বিপক্ষে এই রান করেছিল।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশে দলীয় সর্বোচ্চ রান ২১৫/৫। ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দলীয় দুই শতাধিক রানের ইনিংস রয়েছে সাতটি।

Exit mobile version