আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়ে কানাডার চমক

ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে এতোদিন আয়ারল্যান্ডই ছিলো বড় দলগুলোর কাছে এক আতঙ্কের নাম। সেই আইরিশরা এবার বিশ্বমঞ্চে কানাডার কাছে হারলো ১২ রানে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় কানাডা। জবাবে সমান ৭ উইকেটে হারিয়ে ১২৫ রানে সন্তুষ্ট থাকতে হয় আয়ার‌ল্যান্ডকে।

১৩৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করলেও এক পর্যায়ে ৩৩ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে চাপে পড়া আইরিশরা আর ম্যাচে ফিরতে পারেনি।

ব্যক্তিগত ৯ রানে অধিনায়ক পল স্টার্লিং ফেরেন দলীয় ২৬ রানের সময়। এরপর যথাক্রমে ৩২, ৪১, ৫০ ও ৫৩ ও ৫৯ রানে আরও পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড। ৭ম উইকেটে হাল ধরেন জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ার। ৬২ রানের জুটি গড়ে বিপর্যয় কাটালেও পরাজয় এড়ানোর মতো এই রান যথেষ্ট ছিলো না।

বিশতম ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিলো আয়ারল্যান্ডের। কিন্তু গর্ডনের করা ওভারটিতে প্রথম বলে কোন রান করা অ্যাডায়ার দ্বিতীয় বলেই কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন। ২৪ বলে ৩৪ রান করা মার্ক অ্যাডায়ারের আউটের পর আইরিশদের জয়ের আশাও শেষ হয়ে যায়।

পরের চার বলে মাত্র চার রান দিয়ে কানাডা তুলে নিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম জয়।

স্কোর: কানাডা ১৩৭/৭ ও আয়ারল্যান্ড ১২৫/৭।

ফল: কানাডা ১২ রানে জয়ী।

Exit mobile version