আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্টের তৃতীয় দিন

আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪১ রান। লিড দাঁড়িয়েছে ২৫২ রানে। জয় ২৩ ও সাদমান ১৮ রানে অপরাজিত।

এর আগে মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুরে জোড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রান তোলে বাংলাদেশ। নিজের শততম টেস্টে সেঞ্চুরির ইতিহাস গড়েন মুশফিকুর রহিম। এছাড়া সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। জবাবে ব্যাটিংয়ে নেমে শুক্রবার টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আইরিশরা থেমেছে ২৬৫ রানে। ফলে ২১১ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন চারটি উইকেট।

শুক্রবার সকালে আগের দিন শেষে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে সফরকারীরা। তবে লাঞ্চের আগে দারুণ শুরু করে। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিট বন্ধ ছিল। ভূমিকম্পের পর তাইজুলের জোড়া আঘাত।

Exit mobile version