চট্টগ্রামে, বাঁচা মরার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় ফিরলো টাইগাররা। আইরিশদের দেয়া ১৭১ রানের টার্গেট দুই বল ও চার উইকেট হাতে রেখেই টপকে যায় লিটন দাস এর দল।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭০ রানের সংগ্রহ পায় সফরকারি আয়ারল্যান্ড। দলের কোন ব্যাটারই বড় কোন স্কোর গড়তে না পারলেও তাদের ১৭০ রানের সংগ্রহ এসেছে সম্মিলিত প্রচেষ্টায়।
দলটার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান করেন উইকেটরক্ষক ব্যাটার লোরকান টাকার। ৩২ বলে চার বাউন্ডারিতে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ৩৮ রান করেন টিম টেক্টর। তার ইনিংসে ছিল চার বাউন্ডারি ও দুই ছক্কার মার। এছাড়া অধিনায়ক পল স্টার্লিং ১৪ বলে তুলে নেন তৃতীয় সর্বোচ্চ ২৯ রান। তার ইনিংসে ছিল কিংবাউন্ডারি ওর দুটি ছক্কা।
বাংলাদেশের পক্ষে ২৫ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন মাহেদি হাসান ওরফে শেখ মাহোদী। এছাড়া একটি করে উইকেট নেন তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন।
