আয়ারল্যান্ড আসছে ৬ নভেম্বর
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে এবার শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজ। ২০২৩ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি সিরিজ। সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করা আইরিশদের বিপক্ষে ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
সিলেট টেস্ট শেষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি দিয়েই বিশেষ এক মাইলফলকে নাম লেখাবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। চোটমুক্ত থেকে দুটি ম্যাচ খেলতে পারলেই তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার ঐতিহাসিক কীর্তি গড়বেন।
টেস্ট সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজ ২০২৫: পূর্ণাঙ্গ সূচি
| তারিখ | ভেন্যু | ম্যাচ | সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|
| ১১–১৫ নভেম্বর ২০২৫ | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | প্রথম টেস্ট | সকাল ১০:০০টা |
| ১৯–২৩ নভেম্বর ২০২৫ | মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম | দ্বিতীয় টেস্ট | সকাল ১০:০০টা |
| ২৭ নভেম্বর ২০২৫ | চট্টগ্রাম, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম | প্রথম টি–টোয়েন্টি | সন্ধ্যা ৬:০০টা |
| ২৯ নভেম্বর ২০২৫ | চট্টগ্রাম | দ্বিতীয় টি–টোয়েন্টি | সন্ধ্যা ৬:০০টা |
| ২ ডিসেম্বর ২০২৫ | চট্টগ্রাম | তৃতীয় টি–টোয়েন্টি | সন্ধ্যা ৬:০০টা |
