সবেমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে আরেকটি পূর্ণাঙ্গ সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। সিরিজে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজে ইনজুরি আক্রান্ত উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের পুরো সিরিজ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে ১০ দিন পর্যবেক্ষণ শেষে এ দুই ক্রিকেটার কতদিন মাঠের বাইরে থাকবেন না নিশ্চিতভাবে জানানো সম্ভব হবে।
অবশ্য বিসিবির মেডিক্যাল বিভাগের আরেকটি খবর থেকে জানা গেছে শরিফুল ২ সপ্তাহ পর চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকেই মাঠে ফিরবেন। আর সোহানের লাগতে পারে ৩ সপ্তাহ। সেক্ষেত্রে দুই ক্রিকেটারই টি-টোয়েন্টি সিরিজের আগে খেলার জন্য প্রস্তুত হয়ে যাওয়ার কথা। আর শরিফুল হয়তো দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন।
আগামী ৬ নভেম্বর ঢাকায় আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এরপর দুই দল যাবে চট্টগ্রামে এবং সেখানেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ৩ টি-টোয়েন্টি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই চট্টগ্রামের ভেন্যুতেই কিছুদিন আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সেই সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে গত ৩১ নভেম্বর ইনজুরিতে পড়েন শরিফুল ও সোহান।
ম্যাচে শরিফুল ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে আর বোলিংয়ে আসেননি। কারণ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। আর সোহান ব্যাটিং করেছেন, কিন্তু ফিল্ডিংয়ের সময় গোঁড়ালি ধরে শুয়ে পড়েন। এরপর ফিজিও কিছুটা চেষ্টা করলেও মাঠই ছাড়তে হয় তাকে।
বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে, দুই ক্রিকেটারের ইনজুরি তেমন মারাত্মক নয়। শরিফুলের গ্রেড-১ মানের ইনজুরি সারতে সর্বোচ্চ ১৪ দিন লাগবে। সোহানের এক্স-রে রিপোর্টে দেখা গেছে কোনো পেশি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো ফ্র্যাকচার নেই। তার মূলত লিগামেন্টে টান লেগেছে। সোহানের সুস্থ হয়ে উঠতে ৩ সপ্তাহ লাগতে পারে।
এসব কারণে নিশ্চিতভাবেই শরিফুল ও সোহান আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন তা বলা যাচ্ছে। যদিও বিসিবির মেডিক্যাল টিম তাদের ১০ দিনের পর্যবেক্ষণে রাখছেন।
