আয়োজক সমস্যা সমাধানে আইসিসি বোর্ড সভা ২৯ নভেম্বর

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, নাকি সরে যাচ্ছে অন্যত্র? এই জটিলতার সমাধানে জরুরি বৈঠকে বসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সেখানে নির্ধারিত হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির হোম ভেন্যু।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ‘নিরাপত্তার অভাব’ এমন কারণ দেখিয়ে দেশটিতে নিজেদের ক্রিকেটারদের পাঠাতে চায় না ভারত সরকার। এমন অবস্থায় ভারতের ম্যাচগুলো তৃতীয় কোন দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে আইসিসি। যেটিকে বলা হচ্ছে ‘হাইব্রিড মডেল’।

কিন্তু স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে পাকিস্তান টুর্নামেন্টের আয়োজন করতে চায় না। প্রয়োজনে টুর্নামেন্ট থেকেই নিজেদের সরিয়ে নেয়ার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। ফলে জটিলতা আরও বেড়েছে। এ অবস্থায় ২৯ নভেম্বর বোর্ড সভা আহ্বান করেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় এবং কিভাবে সেখানেই সিদ্ধান্ত হবে।

সাধারণত এমন ধরণের টুর্নামেন্টে ১০০ দিন আগে ফিক্সচার প্রকাশ করা হয়। কিন্তু আইসিসি ট্রফি শুরু হতে তিন মাসের কম সময় থাকলেও সূচী প্রকাশ করা হয়নি। ভারতের সরকার রোহিত শর্মাদের পাকিস্তান ভ্রমণে অনুমতি না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ভারতের আপত্তি আমলে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করেছিল। ভারত এবারও তেমন দাবি করে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার সে দাবি আমলে নেয়নি, বরং এককভাবে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তে অটল থাকে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২৯ নভেম্বর আইসিসি’র ভার্চুয়াল সভা হবে। সেখানেই ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Exit mobile version