শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির কাগজে কলমে আয়োজক ছিল পাকিস্তান। প্রায় ২৯ বছর পর নিজ দেশে কোনো আইসিসি ইভেন্টের আয়োজনের সুযোগ পেয়েছিল দেশটি। কিন্তু দীর্ঘ দিন পর স্বাগিতক হয়ে স্বস্তিতে পার হয়নি টুর্নামেন্ট। আয়োজক হয়ে মাত্র পাঁচদিন টিকে ছিল তারা। গ্রুপ পর্বে দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ফলে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত ম্যাচে দর্শক খরা ছিল।
নিরাপত্তার অজুহাতে ভারত এই টুর্নামেন্টে পাকিস্তানে গিয়ে খেলতে অনীহা জানায়। পাকিস্তান এক পর্যায়ে বেঁকে থাকলেও শেষ পর্যন্ত তারা হাইব্রিড মডেলে টুর্নামেন্টে আয়োজনে রাজি হয়। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হয়। এ জন্য ভারত ব্যাপক সুবিধাও পায়। কোনো রকম সফরজনিত ঝামেলা পোহাতে হয়নি তাদের।অন্যদিকে অন্য দলগুলোকে ঠিকই সফরের ঝামেলা পোহাতে হয়। এমনকি আয়োজক পাকিস্তানকেও। ভারতের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের ম্যাচটি পাকিস্তানকে দুবাইয়ে গিয়ে খেলতে হয়েছে।
স্বাগতিক হয়েও ফাইনাল আয়োজন না করতে পারা পাকিস্তানের জন্য হতাশার বটে। তবে এর থেকে বড় কাণ্ড ঘটে গেছে ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। সেখানে পিসিবি কোনো কর্মকর্তা ছিলেন না। অন্তত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিকে আশা করেছিলেন অনেকেই। কিন্তু সেখানে তিনি ছিলেন না। বরং ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান রজান বিনি ছিলেন। আর জয় শাহ তো ছিলেনই।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। নিজের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে শোয়েব আখতার লিখেছেন, খুব অদ্ভূত একটা বিষয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনও ওখানে ছিলেন না। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। প্লিজ এটা নিয়ে ভাবুন। বিশ্বমঞ্চে তো আপনাদের থাকতে হবে।’
