আরও একবার শেষ মুহূর্তে ম্যাক্সওয়েলের জাদু, সিরিজ অস্ট্রেলিয়ার

কেয়ার্নসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি যেন হয়ে উঠল গ্লেন ম্যাক্সওয়েলের একক নাটক। শেষ ৫৩ রানের মধ্যে একাই ৪৬ তুলে নিয়ে দলকে ১ বল হাতে রেখে ২ উইকেটের নাটকীয় জয় এনে দেন তিনি। আর সেই জয়েই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে ব্রেভিসের ঝড়ো ব্যাটিং আর শেষদিকে ডুসেনের ব্যাটে ভর করে সাউথ আফ্রিকা ১৭২ রান সংগ্রহ করে। অষ্ট্রেলিয়ায় হয়ে সবথেকে ভালো বলিং করেন ন্যাথান এলিস। তিনি গুরুত্বপুর্ন তিনটি উইকেট তুলে নেন তার স্পেলে। সাউথ আফ্রিকার করা ১৭২ রান তাড়া করতে ব্যাট করতে নেমে মার্শ (৩৭ বলে ৫৪) ও হেড দ্রুত রান তোলেন। তবে হেডের আউটের পরই এক ঝটকায় ৪ উইকেট হারায় অজিরা। তখন চাপ সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ম্যাক্সওয়েল।

ম্যাচের মোড় ঘোরানো ইনিংস

দ্যা বিগ শো (ম্যাক্সোয়েল) এর ৩৬ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ২টি ছক্কা। টিম ডেভিড (১৭) আউট হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার প্রয়োজনীয় ৫৩ রানের মধ্যে ৪৬-ই আসে তার ব্যাট থেকে।

টানটান শেষ ওভার

শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। এনগিডির প্রথম দুই বল সামলানোর পর পরের বলে চার মারেন ম্যাক্সওয়েল। সমীকরণ নেমে আসে ৪ বলে ৪-এ। শেষ পর্যন্ত পঞ্চম বলে রিভার্স সুইপে চার মেরে জয়ের বন্দরে পৌঁছে দেন অজিদের।

পরিসংখ্যান ও রেকর্ড

সিরিজে জয় দিয়ে অস্ট্রেলিয়া ধরে রাখল প্রোটিয়াদের বিপক্ষে টানা ষষ্ঠ টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড।

দক্ষিণ আফ্রিকা ২০০৯ সালের পর আর কোনো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি।

Exit mobile version