আরও টেস্ট খেলতে চাই-মুশফিক

আরও টেস্ট খেলতে চাই-মুশফিক

আরও টেস্ট খেলতে চাই-মুশফিক । বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার নতুন মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। নিজেদের শততম টেস্টে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে একশো কিংবা তার চেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের তালিকায়ও তিনি।

তবে অনেকেই ভেবেছিলেন শততম টেস্ট খেলার পর হয়তো অবসর নেবেন মুশফিক। তবে সে পথে হাঁটছেন না উইকেট কিপার এ ব্যাটার। আরও কিছু টেস্ট খেলতে চান মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট জয়ের পর শেষে মুশফিকুর রহিম বলেন, ‘অনেক ধন্যবাদ আর আল্লাহর কাছে শুকরিয়া, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি এখন পর্যন্ত ১০০টি (টেস্ট ম্যাচ) খেলেছি এবং আরও কিছু খেলতে চাই।’

তার বয়স এখন ৩৮। ক্যারিয়ারের শেষ বেলায় দারুণ ফর্মে আছেন মুশফিক। শততম টেস্ট খেলতে নেমে করেছেন সেঞ্চুরি ও ফিফটি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি আছে শুধুমাত্র উইকেট কিপার এ ব্যাটারের। দুই ইনিংসেই সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের।

সেই সঙ্গ বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ১০০ টেস্টে ৬৩৫১ রান আছে উইকেট কিপার এ ব্যাটারের। এবারের টেস্ট সার্কেলে আরও ১৮টি টেস্ট খেলবে বাংলাদেশ। মুশফিক যদি সব ম্যাচে মাঠে থাকেন তাহলে রান সংখ্যা নিশ্চিত করেই বাড়বে। জানিয়ে রাখা, ওয়ানডে ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলে দিয়েছেন মুশফিক।

Exit mobile version