আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় দলে অবহেলিত সাইফউদ্দিন নেতৃত্বে পেয়ে অভিষেকেই বাজিমাত গড়লেন। বাংলাদেশ যখন টি-টোয়েন্টি নিয়ে মহা দুশ্চিন্তায়। ঠিক তখনই বাংলাদেশেকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে সাইফউদ্দিনের দল। হংকং সিক্সেস টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে আরব আমিরাতকে গুড়িয়ে দিয়ে সেমিফাইনালে টাইগাররা।

জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে যখন মহা দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঠিক তখনই হংকং থেকে বাংলাদেশ খুশির বার্তা পাঠালেন মোহাম্মদ সাইফউদ্দিনের দল। প্রথমবারের মতো দশের হয়ে নেতৃত্ব পেয়েই ব্যাট-বলে বাজিমাত এই পেস অলরাউন্ডারের।

হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রায় পাঁচশ স্ট্রাইক রেটে ব্যাটং করে জয় তুলে নেয় তারা। এবার কোয়ার্টার ফাইনালে আবর আমিরাতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে আবারও ঝড় তোলেন জাতীয় দলের এই বোলিং অলরাউন্ডার।

জিতলেই সেমিফাইনাল আর হারলেই বিদায়, এমন ম্যাচে ব্যাট বলে নিজের সেরা অলরাউন্ডিং ভুমিকায় দলকে সাফল্য এনে দেন। টানা দুই ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলার পর বাঁচা মরার ম্যাচে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামের জিসান আলম ও আব্দুল্লাহ আল মামুন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে দলীয় ৫৯ রানে প্রথম জুটি ভাঙে। ওপেনার আব্দুল্লাহ ১১ বলে ২টি বাউন্ডারি ও তিন ছক্কায় ৩১ রান করে বিদায় নেন। বাংলাদেশের দলীয় রান তখন ৩.৫ ওভারে এক উইকেটে ৫৯ রান।

এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম ম্যাচে প্রায় পাঁচশ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের পর এবার সেমিফাইনাল নিশ্চিত করতে চারশ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে ঝড় তোলেন। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশ নিরাপদ স্কোর গড়ে।

জিসান আলম ১৭ বলে তিনটি করে তিন ও ছক্কায় ১৭ বলে ৩৪ রান তুলে অপরাজিত থাকেন। উদ্বোধনী ম্যাচে এই অলরাউন্ডার ওপেনিংয়ে, ব্যাট হাতে ৪৫৮.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। তবে অধিনায়ক সাইফউদ্দিন ৯ বলে এক বাউন্ডারি ও ৫ বিশাল ছক্কায় ৪০০ স্ট্রাইক রেটে ৩৬ রান করে অপরাজিত থাকেন। ফলে ৬ ওভার শেষে এক উইকেটে ১১১ রান তোলে বাংলাদেশ।

জবাবে ১১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় আরব আমিরাত। বল হাতে প্রথম ওভারেই দাপট দেখান পেসার সাইফউদ্দিন। প্রথম ওভারেই আরব আমিরাতে দুই ব্যাটারকে বিদায় করেন তিনি।

তবে দ্বিতীয় ওভারে বল হাতে হতাশ করেন আব্দুল্লাহ আল মামুন। এক ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নেন। সাইফউদ্দিন ১.২ ওভারে ৭ রানে নেন দুটি উইকেট। তবে ৩.২ ওভারে আরব আমিরাত যখন ৩ উইকেটে ৪৩ রান তোলে। তারপর আলোক স্বল্পতায় আর খেলা হয়নি।

ফলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ১৮ রানে জয় তুলে নেয়। এ জয়ের ফলে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সকাল ১টা ৪মিনিটে মুখোমুখি হবে। তার আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। একই দিন দুপুর ২টা ২৫ মিনিটে ফাইনাল অনুষ্ঠিত হবে।

Exit mobile version