ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে শান্ত যা বললেন

সালাউদ্দিনকে নিয়ে ‍খুশি ছিলেন ক্রিকেটাররা

আয়ারল্যান্ড সিরিজে চোক থাকবে আশরাফুল, শান্ত ও সালাউদ্দিনের দিকে

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের ‘ওয়ান্ডার বয়’ খ্যাত মোহাম্মদ আশরাফুল এখন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ। আয়ারল্যান্ডের বিপক্ষে হোমসিরিজে তিনি নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসদের ব্যাটিংয়ের বিষয়টি দেখভাল করবেন। টেস্ট অধিনায়ক শান্ত জানিয়েছেন, আশরাফুলকে নিয়ে সবাই এক্সাইটেড এবং আশা প্রকাশ করেছেন দারুন কিছু করবেন তিনি। এ সময় এই সিরিজ শেষে দায়িত্ব ছাড়তে যাওয়া সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে শান্ত দাবি করেন সব ক্রিকেটারই খুশি ছিল এই কোচের কাজ নিয়ে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল স্বাগতিক বাংলাদেশ খেলতে নামবে সিরিজের প্রথম টেস্ট। আইরিশদের বিপক্ষে এবারের সিরিজে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই পুরো সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের বিশ্বরেকর্ডধারী আশরাফুল। ইতোমধ্যেই কাজ শুরু করেছেন তিনি। তবে খুব বেশি সময় পাননি নিজের মতো করে সবাইকে প্রস্তুত করতে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নামার আগে আশরাফুলকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত আজ (সোমবার) বলেছেন,‘খুবই এক্সাইটেড আমরা সবাই। উনার অভিজ্ঞতা, এত বছর খেলেছেন। এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি। ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি। খেলোয়াড়রা সবাই এক্সাইটেড।’

অবশ্য একটি সিরিজ থেকেই কোনো কোচের ব্যাপারে কিছু বলা কঠিন। কারণ এই স্বল্প সময়ে কোনও কোচই নিজের চিন্তাভাবনার প্রতিফলন ঘটাতে পারবেন না। এ বিষয়ে শান্ত বলেন,‘আমি যতদূর জানি উনি এই সিরিজের জন্য এসেছেন। খুবই কঠিন, কতটুকু আসলে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে পারবেন। আশা করি উনার অভিজ্ঞতা আমাদের কাজে দেবে।’

আশরাফুল জাতীয় দলে যে কাজের সুযোগ পেয়েছেন এতোদিন, সেই ব্যাটিংয়ের দিকটা দেখেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। তিনি অবশ্য ইতোমধ্যেই পদত্যাগপত্র দিয়েছেন। আইরিশদের বিপক্ষে সিরিজ শেষে আর থাকবেন না তিনি। গুঞ্জন রয়েছে সালাউদ্দিনের কাজে ক্রিকেটাররা তেমন সন্তুষ্ট নয় এবং তার আচরণেও নাখোশ। তবে শান্ত বলেছেন,‘এটা তো উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের সঙ্গে কী আলোচনা হয়েছে, এ নিয়ে আমার ধারণা নেই। এটা সালাউদ্দিন স্যার বলতে পারবেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি আশা করি বোর্ড ও তার মধ্যে ভালো আলোচনা হবে। যতদিন কাজ করেছি উপভোগ করেছি। স্যার প্রত্যেক ক্রিকেটারকে সমানভাবে দেখার চেষ্টা করেন, সবাইকে প্রাধান্য দেন, যার যার ঘাটতি অনুযায়ী কাজ করেন। এই জায়গায় একটা গ্যাপ থেকে যায়। বাইরে থেকে অনেক কিছু মনে হয়, আমরা যা শুনছি, সব কিছুর সত্যতা নেই। সব ক্রিকেটার খুশি ছিলাম। সাম্প্রতিক যত সিরিজে আমি ছিলাম, উপভোগ করেছি এবং উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন।’

সেই সালাউদ্দিন সরে যাবেন এই সিরিজ পরেই। এ বিষয়ে শান্ত বলেন,‘এটা তো উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের সঙ্গে কী আলোচনা হয়েছে, এ নিয়ে আমার ধারণা নেই। এটা সালাউদ্দিন স্যার বলতে পারবেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি আশা করি বোর্ড ও তার মধ্যে ভালো আলোচনা হবে।’

Exit mobile version