অসাধারণ এক মৌসুম পেছনে রেখে আবারও আলোচনার কেন্দ্রে আশরাফ হাকিমি । বছরজুড়ে ক্লাব ও জাতীয় দল দুই পর্যায়েই ছুটেছেন সাফল্যের দৌড়ে। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ, লিগ ওয়ান, কোপা দ্য ফ্রান্স ও সুপার কাপ জিতে ট্রেবলের স্বাদ পাওয়ার পাশাপাশি মরক্কোকে আফ্রিকার প্রথম প্রতিনিধি হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বেও তুলে এনেছেন তিনি। টানা ১৮ ম্যাচ জিতে আরও বড় অর্জনের দিকে এগোচ্ছে গত বিশ্বকাপের চমকে দেওয়া মরক্কো দল।
এই ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে ৫২ বছর পর প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এই পিএসজি রাইটব্যাক। ভোটে পিছনে ফেলেছেন মিশরের মোহামেদ সালাহ এবং দুর্দান্ত ফর্মে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে।
বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও, ২০২৫ সালে পিএসজির হয়ে চারটি শিরোপা জয়ের বড় ভূমিকা ছিল হাকিমির। ১৯৯৮ সালে মুস্তাফা হাদজির পর প্রথম মরক্কান হিসেবে বর্ষসেরা হওয়ার কীর্তিও ছুঁয়ে ফেললেন তিনি। এর আগে ১৯৭৩ সালে জাইরের (বর্তমান ডিআর কঙ্গো) সেন্টারব্যাক বোয়াঙ্গা শিমেন ছিলেন শেষ ডিফেন্ডার যিনি এই পুরস্কার জিতেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হতে ওয়াকারের সাহায্য নিতে হলেও আনন্দের কমতি ছিল না হাকিমির চোখে-মুখে।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে হাকিমি বলেন,
“এটা আমার ক্যারিয়ারের এক গর্বের মুহূর্ত। এই পুরস্কার শুধু আমার নয়, আফ্রিকার প্রতিটি ছেলে-মেয়ের, যারা স্বপ্ন দেখে যে একদিন পেশাদার ফুটবলার হবে। ছোটবেলায় যারা আমাকে বিশ্বাস করেছিল, ভাবত আমি একদিন বড় কিছু হব তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















