শেখ হাসিনা সরকার পতনের পর একের পর এক মামলায় জর্জরিত আওয়ামী লিগের সাবেক নেতা-কর্মীরা। যেখানে ফেঁসেছেন দলটির সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তাঁর নামে হত্যা মামলা নিয়ে সারাদেশে চলছে আলোচনা-সমালোচনা। তাঁর এই মামলা নিয়ে এবার মুখ খুললেন অন্তর্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সাকিবের নামে মামলার প্রসঙ্গে আসিফ নজরুল মনে করিয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হকের কথা। আসিফ নজরুল বলেন, ‘আমিনুল যে ফুটবলার! সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে। বয়ে এনেছে না! জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন?
আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। তারপরও এটা পুলিশ-প্রশাসনের ব্যাপার। আমরা যতটুকু বলার, বলার চেষ্টা করেছি। মামলা বা এফআইআর হওয়া মানে তো গ্রেপ্তার না। আমার বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার না করতে যায়।’
আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে, দিনের পর দিন তাকে জামিন দিচ্ছিল না। … সাফ গেমসে তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গ্রেপ্তার হয়েছিল সে। দিনের পর দিন জামিন বাতিল হয়েছে তার। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে। আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না।’