অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। বুধবার কলম্বোয় অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৪৯ রানে জয় পেয়েছে স্বাগতিক দল। প্রথমে ব্যাট করে ২১৪ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১৬৫ রানে সব উইকেট হারায়।
দুই দলের কোনো দলই নির্ধারিত ৫০ ওভারের পুরোটা খেলতে পারেনি। শ্রীলঙ্কা ৪৬ ওভারে অল আউট হয়েছে। স্বাগতিক ব্যাটারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন চারিথ আসালাঙ্কা। অন্যরা ছিলেন আসা যাওয়ার পালায়। এক পর্যায়ে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। এ অবস্থায় আসালাঙ্কা খেলেন বিধ্বংসী এক ইনিংস। ১২৬ বলে করেন ১২৭ রান। ১৪টি বাউন্ডারির পাশাপাশি পাঁচটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও ছিল শ্রীলঙ্কার মতো। বাজে শুরু করে তা থেকে তারা বের হতে পারেনি। দলের হাল ধরতে কেউ এগিয়ে আসেনি। অ্যালেক্স ক্যারে একটু চেষ্টা করেছিলেন। কিন্তু তা সময়ের দাবি মেটানোর মতো ছিল না। মাত্র ৪১ রান করেন তিনি।
অস্ট্রেলিয়ার সর্বনাশটা করেন মাহিশ থিকসানা। ৪০ রানে নেন ৪ উইকেট।
আগামী ১৪ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















