আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের পর বাবব-রিজওয়ানের ঝড়ে সিরিজ পাকিস্তানের। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অঘটন উপহার দিয়েছিল স্বাগতিকরা। তবে পরে টানা দুই ম্যাচে আইরিশরদের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান।
বিশ্বকাপে যাওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব মিলিয়ে প্রস্তুতির জন্য ভালো একটা সুযোগ ২০০৯ সালের চ্যাম্পিয়নদের জন্য।
কিন্তু আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যাওয়ার পর সাবেকদের তীব্র সমালোচনা। অবশ্য পরের দুই ম্যাচে আর কোন অঘটন ঘটতে দেননি রিজওয়ান-বাবররা। তার চেয়েও বড় ব্যাপার উইকেটরক্ষক-ব্যাটার আজম খানের দারুণ ব্যাটিং।
মঙ্গলবার ডাবলিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাবর আজমরা। আইরিশদের দেয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান।
ব্যাট হাতে ৩৮ বলে ৫৬ রান করে আউট হন রিজওয়ান। এছাড়া স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিয়ে ৪২ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৭৫ রান করেন অধিনায়ক বাবর আজম। শেষদিকে আজম খান ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। দ্বিতীয় ম্যাচেও আজম খানের ব্যাটে ঝড় উঠেছিলো। ১০ বলে করেছিলেন ৩০ রান। যার মধ্যে ছিলো চার ছক্কা ও এক বাউন্ডারি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে, টাকারের ৪১ বলে ৭৩ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে স্বাগতিকরা। বল হাতে শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
এদিকে, আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের তিন ম্যাচ যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














