ইংল্যান্ডকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার টানা ১৪

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

প্রথম ম্যাচে হেডের বিধ্বংসী ইনিংসে বড় জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটাররা। অনায়াস জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। সেই সাথে অব্যাহত রইল তাদের টানা জয়ের ধারা। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৬৮ রানের জয় তুলে নেয়।

লিডসে শনিবার প্রথমে ব্যাট করতে নেমে ২৭০ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। জবাবে স্বাগতিক ইংল্যান্ডকে ২০২ রানে গুটিয়ে দেয় সফরকারীরা।
পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ২-০ ব্যবধানে। এই নিয়ে টানা ১৪ ওয়ানডে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা।

গত বছরের অক্টোবরে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের যাত্রা শুরু করেছিল। অবশ্য তার আগের আট ম্যাচের সাতটিই তারা হেরেছিল। এই সংস্করণে এর চেয়ে বেশি টানা জয়ের রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত টানা ২১ ওয়ানডে জিতেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ২০২৩ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত টানা ১৩ ওয়ানডে জয়ের কীর্তি আছে শ্রীলঙ্কার।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৪.৪ ওভারে ২৭০/১০
ইংল্যান্ড: ৪০.২ ওভারে ২০২/১০
ফল: অস্ট্রেলিয়া ৬৮ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যান অব দা ম্যাচ: অ্যালেক্স কেয়ারি

Exit mobile version