দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সম্ভাবনা তৈরি করেছে জয়ের। বার্মিংহাম টেস্টে আজ শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ৭ উইকেট। অন্যদিকে হার এড়াতে ইংল্যান্ডকে সারাদিন ব্যাট করতে হবে।
ভারত ইংল্যান্ডের সামনে এমন এক লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েছে যেখানে ইংল্যান্ডের জয়ের কোনো সম্ভাবনাই নেই। ৬০৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল তারা। চতুর্থ দিন শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ৭২ রান করেছে। আজ শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডকে আরো ৫৩৬ রান করতে হবে। যা এক অকল্পনীয়।
প্রথম ইনিংসে ভারত ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও রান উৎসব করে। ৬ উইকেটে ৪২৭ রান করে ইনিংসের সমাপ্তি টানে। শুভমান গিল আবার সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান গিল এ ইনিংসে ১৬১ রান করেন। সঙ্গে ছিলেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংস ব্যর্থ পন্ত এবার ৬৫ রান করেন। আর রবীন্দ্র জাদেজা তার সাফল্য অব্যাহত রাখেন। এবার করেছেন ৬৯ রান।
বিশাল রানের তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। একের পর এক উইকেট শিকারের আনন্দে মেতে ওঠে ভারত। এরই মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে তারা সিরিজে সমতা আনার সম্ভাবনা জোরালো করেছে। বেন ডাকেট (২৫), জ্যাক ক্রলি (০) ও জো রুট (৬) আউট হয়েছেন। আকাশ দ্বীপ শিকার করেছেন দুই উইকেট। অন্য উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ক্রিজে আছেন ওলি পোপ ও হ্যারি ব্রুক।তাদের সংগ্রহ যথাক্রমে ২৪ ও ১৫। এ অবস্থায় এ ম্যাচ বাঁচানো ইংল্যান্ডের জন্য সত্যিকারভাবে কঠিন। ব্যাটারদের অবদানের স্বীকৃতি দিতে তেতে আছেন আকাশ দ্বীপ ও মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে তারা দুইজন ইংল্যান্ডকে দ্রুত ইনিংস গোটাতে বাধ্য করেছেন। সিরাজ নিয়েছিলেন ৬ উইকেট। আর দ্বীপের শিকার ছিল ৪ উইকেট। এবারও তারা শুরু করেছেন।
