ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপ

দলের পক্ষে একাই লড়াই করে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন সোবহানা মোস্তারি।

একাই লড়াই করলেন সোবহানা মোস্তারি। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের ১৭৮ রান সংগ্রহের পেছনে বড় ভূমিকা রাখেন তিনি। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪৯ ওভার চার বলে অল-আউট হওয়ার আগে ১৭৮ রানের রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করেন রাবেয়া খান।

আসামের গুয়াহাটিতে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে দেখেশুনে খেললে দ্রুতই ব্যাটিং ধস নামে বাংলাদেশ দলে। দলীয় ২৪ ও ২৫ রানে যথাক্রমে বিদায় নেন রাবেয়া হায়দার ও অধিনায়ক নিগার সুলতানা। রাবেয়া ব্যক্তিগত ৪ ও নিগার শূন্য রানে আউট হন।

টু’ ডাউনে খেলতে নামা মোস্তারি একপ্রান্ত আগলে রেখে দলকে সম্মাণজনক সংগ্রহের দিকে নিয়ে যান। পরে তার সাথে যোগ দেন লোয়ার অর্ডারে খেলতে নামা রাবেয়া।

দলীয় ১৫৬ রানের সময় দলের অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে নামের পাশে ৬০ রান যোগ করেন সোবহানা মোস্তারি।

ইংল্যান্ডের পক্ষে ১০ ওভারে তিন মেডেন ও ২৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন সোফি এক্লেস্টোন। দু’টি করে উইকেট পেয়েছেন লিনসে স্মিথ, চার্লি ডিন ও অ্যালিস ক্যাপসে।

Exit mobile version