ইংল্যান্ডের ক্যাচময় ম্যাচে নিউজিল্যান্ডের বড় হার

ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচকে ক্যাচময় ম্যাচ বলা যায়। এই ক্যাচের কাছে নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ৬৫ রানে হেরেছে। ৪ উইকেটে ইংল্যান্ডের করা ২৩৬ রানের জবাবে নিউজিল্যান্ড ১৭১ রানে অল আউট হয়। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষে ইংল্যান্ড ১-০ ব্যবধান এগিয়ে গেল। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

নিউজিল্যান্ড ইনিংসে মাঠ জুড়ে একটাই শব্দ ছিল ‘কট’। বোলার বল করেই সতীর্থদের উজ্জ্বীবিত করতেই ‘কট’ শব্দ ব্যবহার করেছেন। কতবার এই শব্দ উচ্চারিত হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই, তবে দশবার তারা সফল হয়েছে। অর্থাৎ নিউজিল্যান্ডের দশ ব্যাটারই ক্যাচ আউট হয়েছেন।

সফল বোলার ছিলেন আদিল রশিদ। চার উইকেট নিয়েছেন তিনি মাত্র ৩২ রানে। লুক উড, ব্রাইডন কার্স ও লিয়াম ডসন বাকি ছয় উইকেট সমানভাবে ভাগ করে নিয়েছেন।

২৩৭ রানে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে যে ধরণের ব্যাটিং করার দরকার ছিল তা করতে পারেনি নিউজিল্যান্ড। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছ তারা। অন্যদিকে দারুণ ব্যাটিং করেছেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট ও অধিনায়ক হ্যারি ব্রুক। সল্ট ৮৫ রান করেছেন মাত্র ৫৬ বলে। এগারটি ছিল বাউন্ডরি। ব্রুক ছিলেন আরও ভয়ঙ্কর।মাত্র ৩৫ বলে স্কোরবোর্ডে ৭৮ রান জড়ো করেন। ছয়টি বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। টম ব্যান্টন তো ছিলেন আরও ভয়ঙ্কর। মাত্র ১২ বলে ২৯ রান করেন।

Exit mobile version