ইংল্যান্ডের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে মাঠে নামছে বাংলাদেশ

নারী টি-২০ বিশ্বকাপ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ-ইংল্যান্ড তিনবার মুখোমুখি হয়েছে। তিনবারই হেরেছে টাইগ্রেসদের। ২০১৮ সালে সর্বশেষ ইংলিশদের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ৬ বছর পর আজ আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুদল।

তবে বিশ্বকাপে জয় দিয়ে শুরুর পর এবার ইংল্যান্ডকে হারাতে আশ্বাসী বাংলাদেশ। টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারি বলেন,‘ইংল্যান্ড তো অনেক ভালো দল, র‍্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরুর করার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। অনেক দিন পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি, সর্বশেষ ওদের বিপক্ষে খেলেছিলাম ওয়ানডেতে। আগামীকাল (আজ) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব।’

Exit mobile version