ইডেন গার্ডেনসে মঙ্গলবার বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে নিজেদের দলকে উজ্জ্বীবিত করতে গ্যালারিতে দুই দলের সমর্থকের উপস্থিতি স্বাভাবিক ব্যাপার। দুই দেশের জাতীয় পতাকার উপস্থিতিও অস্বাভাবিক কিছু নয়, বরং স্বাভাবিক। কিন্তু গ্যালারিতে এদিন তৃতীয় এক দেশের পতাকাও দেখা গেছে। ম্যাচে তো বটেই বিশ্বকাপের সেই দেশের কোনো প্রতিনিধি নেই। তবে আছে অনেকের মনে প্রাণে। ফিলিস্তিনের পতাকা ছিল সেটি।
ইডেন গার্ডেনসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে একদল সমর্থক ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির হয়েছিল। মূলত তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ প্রচারণার অংশ হিসেবেই ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছিল।
এ সব সমর্থক বাংলাদেশের না ভারতের তা পরিস্কার নয়। বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য হাজার হাজার বাংলাদেশী কলকাতায় হাজির হয়েছিল। ইডেন গার্ডেনসের ধারণ ক্ষমতা ৬৭ হাজার হলেও এদিনের ম্যাচে প্রায় ২৮ হাজার দর্শক উপস্থিত ছিল।
হামাস সদস্য ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে লড়াই ফলে ফিলিস্তিনি পতাকা বিভিন্ন স্থানে দেখা যাচেছ। বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। আইিসিসির ইভেন্ট বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর বসেছে ভারতে। ইডেন গার্ডেনসে ফিলিস্তিনির পতাকার ব্যাপারে এখনো পর্যন্ত আইসিসি কোনো বিবৃতি দেয়নি।
ইডেন গার্ডেনসের গ্যালারিতে ফিলিস্তিনি পতাকা ওড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা চারজনকে আটক করে। তবে তাদের পরিচয় জানা জানা যায়নি। তারা কোন দেশের নাগরিক সে বিষয়টিও পরিষ্কার নয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















