ইডেনে বৃষ্টিতে বন্ধ আছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দিনের শুরুতে টসে জিতে অস্ট্রেলিয়াকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। কলকাতার মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ব্যাটিংয়ে এসে দুই অজি পেসার স্টার্ক ও হ্যাজলউডের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা।

ইনিংসের চতুর্থ বলেই অধিনায়ক বাভুমাকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এদিন ছন্দছাড়া ছিলেন দারুণ ফর্মে থাকা আরেক ওপেনার কুইন্টন ডি কক। হ্যাজলউডের বলে তাঁর ইনিংস থামে ব্যক্তিগত ৩ রানে।

১০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ছিলো ১৮ রান। এরপর ভ্যান ডার ডুসেন ও এইডেন মারকরাম মিলে ইনিংস গোছানোর চেস্টা করলেও মারকরামকে ব্যক্তিগত ১০ রানে নিজের দ্বিতীয় শিকার বানান মিচেল স্টার্ক। পরের ওভারেই হ্যাজলউডে ৬ রানে কাটা পড়েন ভ্যান ডার ডুসেন।

হেনরিক ক্লাসেন ৮ বলে ১০ এবং ডেভিড মিলার ৮ বলে ১০ রান করে অপরাজিত আছেন।

Exit mobile version