ইডেন টেস্টে হারের পর ফের শামির হয়ে ব্যাট ধরলেন সৌরভ! দুর্দান্ত ফর্মে থেকেই দীর্ঘ দিন ভারতীয় দলে সুযোগ পাননি পেসার মহম্মদ শামি। ভারতের সাবেক তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, ভারতের টেস্ট দলে শামির জায়গা পাওয়া উচিত। অবশ্য আগেও মহম্মদ শামির পাশে দাঁড়িয়েছিলেন সৌরভ।
গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় দলে সুযোগ পাননি শামি। সৌরভের মতে, ভারতের টেস্ট দলে শামির জায়গা পাওয়া উচিত। ভারতকে জেতাতে বড় ভূমিকা নিতে পারেন বাংলার পেসার।
সবশেষ ইডেন গার্ডেন্সে ভারতকে ৩০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংসে ভারতীয় বোলারেরা ভাল বল করেছেন। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে ভারতকে। তার পরেও শামির দলে ঢোকা প্রয়োজন বলে মনে করেন সৌরভ।
ইডেন টেস্টের পর স্পোর্টস তক কে সৌরভ বলেন, ‘আমি গম্ভীরকে সমীহ করি। ২০১১ বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপে ও খুব ভাল খেলেছে। এখন ও দলের কোচ। দেশের মাটিতে ভাল পিচে ওর খেলা উচিত। বুমরাহ, সিরাজ ও শামির উপর ওর ভরসা রাখা উচিত।’
এর পরেই সৌরভ বলেন, ‘আমার মতে, এই টেস্ট দলে শামির জায়গা পাওয়া উচিত। শামি ও স্পিনারেরা গম্ভীরকে টেস্ট জেতাবে। ভাল পিচে খেলা উচিত। আশা করি গম্ভীর এ বার বাকিদের কথা শুনতে পাবে। তিন দিনে নয়, পাঁচ দিনে টেস্ট জেতা।’
মোহাম্মদ শামি এখন বাংলার হয়ে রঞ্জি খেলছেন। কল্যাণীর মাঠে অসমের বিরুদ্ধে ম্যাচ চলছে। প্রথম দিন ২ উইকেট নিয়েছেন শামি। রঞ্জিতে শামি ফর্মে রয়েছেন। এর আগে তিন ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন শামি। তার পরেও ভারতীয় দলে তাঁর জায়গা হচ্ছে না।
