বিশাখাপত্তনমের পর রাজকোট। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরি করেছেন তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। এতে মাত্র ২২ বছর বয়সে পরপর টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের এই তারকা ওপেনার।
রাজকোট টেস্টে শতরান করার পর আচমকা পেশিতে টান ধরে জয়সওয়ালের। সেকারণে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। আজ শুভমান গিল রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতেই আবারো মাঠে নামেন ভারতীয় দলের এই তরুণ ওপেনার। সেইসাথে নিজের ডাবল সেঞ্চুরিও পূরণ করেন তিনি। সেঞ্চুরি করার পথে ১৪টি চার এবং ১০টি ছয় মেরেছেন যশস্বী জয়সওয়াল।
এই ম্যাচে আরো একটি রেকর্ড গড়েছেন জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ডে যুগ্মভাবে নিজেদের নাম লিখিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু এবং ময়াঙ্ক আগরওয়াল। তাঁরা ছক্কা হাঁকিয়েছিলেন আটটি করে।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টের চতুর্থ দিনের শুরুতে ৩২২ রানের লিড নিয়ে শুরু করেছিলো ভারত। দিনের শুরুতে শুভমান গিল আক্রমণাত্মক ব্যাটিং করলেও দিনটা একান্তই নিজের করে নেন যশস্বী জয়সওয়াল। নিজের ডাবল সেঞ্চুরি পূরণ করেন মাত্র ২৩১ বলে।
শেষ পর্যন্ত নিজেদের ইনিংস ৪৩০ রানে ডিক্লেয়ার করে ভারত। এই টেস্ট জিততে ইংল্যান্ডের লক্ষ্য ৫৫৭ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














