ইতিহাস গড়তে বাংলাদেশের টার্গেট ১৩৫

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নেপিয়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করে বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন জিমি নিশাম।

অভিষিক্ত তানজিম হাসান সাকিব এদিন সবচেয়ে খরুচে বোলার ছিলেন। নিজের চার ওভারে ৪৫ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেন একটি, শরিফুল ইসলাম তিনটি, মাহেদি ও মুস্তাফিজ দুইটি করে উইকেট নিয়েছেন।

ইনিংসের প্রথম ওভারেই ওপেনার টিম সেইফার্টের উইকেট তুলে নেন অফ স্পিনার মাহেদি হাসান। শরিফুল ইসলামের বলে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারান ওপেনার ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপস। এর আগে এতো কম রানে তিন উইকেট হারায়নি নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে ৩৬ রান করেছে তাঁরা। ছয় ওভার শেষে দুইটি করে উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলাম এবং স্পিনার মাহেদি হাসান। মাহেদি ইনিংসের নবম ওভারেই ব্যক্তিগত চতুর্থ ওভার শেষ করেন। চার ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন তিনি।

দশ ওভার শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে বাংলাদেশ। এই সময়টাতে ৫৩ রানে পাঁচ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

ইনিংসের ১৬তম ওভারে ১০০ রান পেরোয় নিউজিল্যান্ড।

একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। কিউইদের মাটিতে এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে কোনো জয় নেই বাংলাদেশের। এবার লক্ষ্য ওয়ানডে এর মতো টি-টোয়েন্টিতেও শান্তর হাত ধরেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা।

Exit mobile version