আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। পাঁজরের ইনজুরির কারণে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন এই ওপেনার। তার শূন্যস্থান পূরণে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।
বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। যদিও সৌম্য এখনো দুবাইয়ের ভিসা পাননি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশ ছাড়বেন তিনি। লিটনের চোট সারতে সময় লাগবে বলেই আফগানিস্তান সফরের পুরো টি-টোয়েন্টি সিরিজে আর খেলা হচ্ছে না তার।
এখনও পর্যন্ত এই সিরিজের জন্য আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বিসিবি। তবে জানা গেছে, ওয়ানডে স্কোয়াডেও থাকছেন না লিটন। তিনি শিগগিরই দেশে ফিরবেন। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেতে পারেন সাইফ হাসান। অন্যদিকে, লিটনের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে এশিয়া কাপে শেষ দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এশিয়া কাপে সুপার ফোরেই বিদায় নিতে হলেও, বাংলাদেশ এখনো আমিরাতে অবস্থান করছে আফগানিস্তান সিরিজের জন্য। ২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি পর্ব, বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮, ১১ ও ১৪ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এশিয়া কাপ গ্রুপপর্বে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে অনিকের নেতৃত্বে সুপার ফোরে পাকিস্তান ও ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়। সেই অভিজ্ঞতা নিয়ে অনিক নিজেও স্বীকার করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরুটা তার জন্য কঠিন ছিল।
