বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয় দিনেই রেকর্ড বইয়ে উল্টে পাল্টে দিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে প্রোটিয়া ব্যাটাররা। ৫ উইকেটে ৪২৮ রানের বিশাল স্কোর করেছে। বিশ্বকাপের ইতিহাসে এটাই দলীয় সর্বোচ্চ রান।
শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করেছেন দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার কুইন্টন ডি কক, ফন ডার ডুসেন এবং এইডেন মার্করাম। তিনজনই সেঞ্চুরি করেছেন। একদিনের ক্রিকেটে এক ইনিংসে তিন সেঞ্চুরির চতুর্থ ঘটনা এটি। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি এমন কীর্তি আছে শুধু ইংল্যান্ডের। ইংল্যান্ড এমন কীর্তি একবার দেখিয়েছে, বাকি তিনটাই দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কার আগে প্রোটিয়াদের এমন নির্দয় ব্যাটিংয়ের শিকার হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
আজকের ম্যাচে কুইন্টন ডি কক ঠিক ১০০ রান করেছেন। ৮৪ বলে এই রান করে আউট হন তিনি। ১২টি বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। ফন ডার ডুসেন খেলেছেন ১০৮ রানের ইনিংস। ১১০ বলের মোকাবেলায় তিনি এ রান করেন। ডুনেস ১৩ বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারিতে সাজিয়েছিেলেন ইনিংসটি।
তৃতীয় সেঞ্চুরিটি আসে এইডেন মার্করামের ব্যাট থেকে। তবে এমন নির্দয় ব্যাটিং করবেন তা হয়তো শ্রীলঙ্কার কোনো বোলারই ভাবতে পারেননি। ১০৬ রান করেছেন। তার ইনিংসটির স্থায়িত্ব ৫৪ বলের। ১৪টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।
মার্করাম দলীয় কৃতিত্বে নাম লেখানোর পাশাপাশি ব্যক্তিগত কৃতিত্বেও নাম লিখিয়েছেন। ৫৪ বলে ১০৬ রান করা মার্করাম সেঞ্চুরিতে পৌঁছেছিলেন মাত্র ৪৯ বলে। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্রুততম সেঞ্চুরি।
ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের স্কোর ৪৯৮। গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে এই স্কোর গড়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপে চার শতাধিক রানের স্কোর মাত্র পাঁচটি। তার মধ্যে তিনটিই দক্ষিণ আফ্রিকার। অন্য দুটো চার শতাধিক রানের স্কোর অস্ট্রেলিয়া ও ভারতের। দুই ম্যাচেই প্রতিপক্ষ ছিল দুর্বল। আফগানিস্তান ও বারমুডা। দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের মধ্যে একটিতে ছিল আয়ারল্যান্ড। অন্য ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আর আজকের ম্যাচে শ্রীলঙ্কা।